এতদ্বারা ৩নং অলংকারী ইউনিয়নের সকল ওয়ার্ডে র বাদপড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী (বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধী) ভাতাভোগীদের ডিজিটাল উপায়ে ভাতা প্রদানের জন্য অনলাইন ডাটা এন্ট্রি করা হয়ে। প্রত্যেক ভাতাভোগীদের নিজে উপস্থিত হয়ে অনলাইনভূক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরুধ করা হলো।
যা যা সাথে আনতে হবে:-
১। ভাতা বহি।
২। ভাতাভোগীর জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন এর মূল কপি।
৩। সচল মোবাইল নাম্বার।
৪। নমিনীর জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন এর মূল কপি।
ওয়ার্ড নং তারিখ সময় স্থান
সকল বাদপড়া ২৪/০৯/২০১৯ সকাল ৯টা থেকে বিকাল ৫টা অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
বি:দ্র: খুব বেশি অসুস্থ্য ভাতাভোগীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য আনা হবে। যোগাযোগ করুন। অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টার। 01712354560/01708417337
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS