Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
150,000 people are offered free treatment of the Union Welfare Trust in the world
Details

বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চক্ষু শিবির ও খৎনা ক্যাম্প অনুষ্ঠান আজ ১৯ জানুয়ারী শনিবার অলংকারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন খান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ আলম।
অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাষ্ট ইউকে এর চেয়ারম্যান এম.এ মল্লিক আহমেদের সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুরমান আলী সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-ইসলাহ মহাসচিব মুফতি এ কে এম মনোত্তর আলী, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাষ্ট ইউকের সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা: শামসুল ইসলাম, ইবনেসিনা হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট ও ইনচার্জ, ডাঃ মাসুদ গণি, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, প্রাইম ব্যাংক বিয়ানিবাজার শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ, দৈনিক সিলেটের ডাকের সিনিয়ন স্টাফ রিপোর্টার কাউছার চৌধুরী, ট্রাস্টের উপদেষ্টা মদরিছ আলী, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, অলংকারি ইউনিয়নের নিকাহ রেজিষ্টার কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাষ্ট ইউকের ভাইস-চেয়ারম্যান বসির আলী, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাষ্ট ইউকে ট্রেজারার বেলাল আহমদ, ইউ/পি সদস্য সায়েকুর রহমান, শিক্ষানুরাগী সিতার মিয়া, আব্দুস শহিদ আলেক্স। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রফিকুল ইসলাম ছমির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ।
ট্রাস্টের পক্ষ থেকে দরিদ্র অসহায় ৮০০ জনকে ফ্রি চক্ষুর চিকিৎসা এরমধ্যে চোঁখে ছানী পড়া ৫০ জনকে অপারেশন, ৩৫০জনকে চশমা ও বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ ঔষধ ৭৫০ ও ৫০ জনকে ফ্রি খৎনা দেয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে ২৮ চিকিৎসককে ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ইউনিয়নবাসির পক্ষ থেকে ট্রাস্টের ৪জন সদস্যকে সম্মাননা ক্রেষ্ট উপহার দেয়া হয়।

Images
Attachments
Publish Date
19/01/2019
Archieve Date
30/04/2019