শপথগ্রহণের মধ্যদিয়ে বাল্যবিবাহ মুক্ত বিশ্বনাথ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার জনাব মো: জামাল উদ্দিন আহমেদ স্যার। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক জনা মো: জয়নাল আবেদীন স্যার,পুলিশ সুপার মোঃ জনাব মনিরুজ্জামান স্যার, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আমির আলী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, কামাল বাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল, চানপুর জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা, সিলেট জেলা কাজী সমিতির নির্বাহী সদস্য মাওলানা আব্দুল ওয়াদূদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS