বিশ্বনাথে আজ (২১ জানুয়ারী) সোমবার ৫ যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে অলংকারী ইউনিয়নের সানশাইন মডেল একাডেমী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) সমীর কান্তি দে।
একাডেমীর ভাইস-প্রিন্সিপাল প্রদীপ কুমার সেনগুপ্তের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান সুরমান আলী সুমনের পরিচালনায় একাডেমীর হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্টের উপদেষ্ঠা মদরিছ আলী, ট্রাস্টের চেয়ারম্যান এম. এ. মল্লিক আহমেদ, ভাইস-চেয়ারম্যান বশির আলী, ট্রাস্টের সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, ট্রেজারার বেলাল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সিতার মিয়া, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সালেহ আহমদ তোতা, বিশ্বনাথ বিডি ২৪ ডটকম সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী মিনহাজ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির শিক্ষার্থী জয়নুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুল মনাফ, আব্দুল খালিক, মখলিছ মিয়া,হেলাল আহমদ, আক্তার হোসেন রিপন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী নাদিয়া জান্নাত বুশরা, গজল পরিবেশন করেন বুশরা বেগম, দেশের গান পরিবেশন করেন রুবেনা বেগম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS