Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাহজালাল (র:) সাংস্কৃতিক পরিষদ ,বৃহত্তর পনাউল্লাহবাজার এবং লতিফিয়া স্মৃতি পরিষদ ,মুন্সির বাজার

 

   শাহজালাল (রঃ) সাংস্কৃতি পরিষদ

বৃহত্তর পনাউলস্নাহ বাজার ,বিশ্বনাথ সিলেট।

 

৩ নং অলংকারী ইউনিয়নে অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সংগঠন হচ্ছে ‘শাহজালাল (রঃ) সাংস্কৃতি পরিষদ’এ সাংস্কৃতিক পরিষদটি ২০১৩ সালের ৮ জানুয়ারী প্রতিষ্টা করা হয় । এবং বাংলাদেশের আধ্যাধিক সম্রাট হযরত শাজালাল (রঃ) নামে নাম করন করা হয়। বৃহত্তর পনাউলস্নাহ বাজার এলাকার একঝাক ইসলাম প্রিয় যুবক সুস্থ সুন্দর, ইতিহাস ঐত্যিহ কে লালন করার জন্য একত্রিত হয়ে স্থায়ী পনাউলস্নাহ বাজারে জন্ম দেয় সুস্থ সংস্কৃতি বিকাশ ঘটানো সুগম পথ। ১৮জানুয়ারী ২০১৩ সালে তাদের কর্মের জুয়ার এলাকার মানুষের সামনে তুলে ধরতে কর্মসূচী গ্রহণ করেছিল ‘ইসলামী গজল সন্ধা’ দেশে খ্যাতিমান ইসলামী সংগীত শিল্পী বৃন্দের পদচরন ঘটেছিল শাহজালাল (রঃ) সাংস্কৃতি পরিষদ বৃহত্তর পনাউলস্নাহ বাজার  ,বিশ্বনাথ সিলেট এর মাধ্যমে ।তাদের এই সুস্থ সাংস্কৃতিক কে আরো অগ্রসর করতে  বৃহত্তর এলাকরা যুবক,কিশোর,বৃদ্ধসহ ব্যাপক সাড়া যোগায়।  তাদের এই সুস্থ সংস্কৃতি অব্যাহত রাখতে সকলে আহবান করেন

 

 

লতিফিয়া স্মৃতি পরিষদ

মুন্সির বাজার ,বিশ্বনাথ,সিলেট।

৩ নং অলংকারী ইউনিয়নের একটি অন্যতম সামজিক সংগঠন হচ্ছে লতিফিয়া স্মৃতি পরিষদ,মুন্সির বাজার । পীর আউলিয়ার দেশে বাংলাদেশ  উপমহাদেশের প্রখ্যাত ওলী শামসুল উলামা আলস্নামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র:)এর নামে নাম করণ করে ১৫ এপ্রিল ২০১০ সালে এলাকার ছাত্র শিÿক  শিশু কিশোর যুবক মিলে প্রকিষ্টা করে লতিফিয়া স্মৃতি পরিষদ মুন্সির বাজার । আলস্নামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র:) ছিলেন হযরত শাহজালাল র: এর অন্যতম বংশধর। তিনির নামানুসারে প্রতিষ্টা লাভ করে লাতিফিয়া স্মৃতি পরিষদ ।