অলংকারী ইউনিয়নের ২৭ বর্গ কিঃমিঃ আয়তনের মধ্যে ১২টি খাল ও ৪টি বিল রয়েছে।
উল্লেখ যোগ্য কয়েকটি খাল ও হাওর হল
১। রামপুর এর বড় খাল হইতে বড়খান্দি খাল
২। খাদুয়ার হাওয়ার
৩। গাজিউর হইতে চান্দির খাল
৪। বড়কান্দি হইতে খাদুয়ার হাওর পর্যন্ত খাল ।
৫। রামধানা পাচলার খাল ।
৬। আলমনগর হইতে গাজিউর পর্যন্ত খাল ।
৭। ছোট খুরমা হইতে বড়কান্দি হাওরের খাল ।
৮। টুকেরকান্দি বিল হইতে শিমুলতলা পশ্চিম ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস