সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় ইউনিয়নের পনাউল্লাহ বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো নাজমুল ইসলাম রুহেল। ৩নং ওয়ার্ডের সদস্য মো সাইদুর রহমানের সভাপতিত্বে ও উদ্যোক্তা সুরমান আলী সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো লোকমান মিয়া, কামাল বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ একেএম মনোওর আলী, ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ফজলু মিয়া, মুরব্বি ছোয়াব আলী, জহুর আলী ও আব্দুল খালিক। উপস্থিত ছিলেন মুরব্বি শায়েস্তা মিয়া, সৈয়দ আলী, আব্দুল বারি, ইছাক আলী, মো নুর মিয়া, , তুরন মিয়া, ফারুক মিয়া, সিতার মিয়া, আমির আলী, জাবেদ আহমদ প্রমুখ।
সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য উন্মুক্ত মতামত গ্রহন করা হয়। এছাড়া ইউনিয়নের উন্নয়নের লক্ষে ১টি ওয়ার্ড কমিটি ও ১টি স্কিম সুপারভিশন কমিটি গঠন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস