প্রতিষ্ঠানটি গ্রামীন এলাকায় অবস্থিত । এখানে মনোরম পরিবেশে পড়া লেখার কার্যক্রম পরিচালিত হয় ।
প্রতিষ্ঠানের ইতিহাসঃ এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় ১৯৮৯ খ্রীষ্টাব্দে । তখন অত্র এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না । এখানকার শিক্ষার্থীরা প্রায় ০৬ কিঃ মিঃ পায়ে হেটে গিয়ে বিশ্বনাথ বাজারে অবস্থিত রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতেন । রাস্তাঘাটের অবস্থাও ছিল অত্যন্ত খারাপ। এই অবস্থাদৃষ্টে অলংকারী গ্রামের যুবক ছেলে, বর্তমান ৩নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান জনাব লিলু মিয়া সাহেবের মনে একটাই চিন্তার সৃষ্টি হলো এখানে শিক্ষার আলো জ্বালাতে হবে । এলাকাকে উন্নত করতে হবে । তাই তিনি বিশ্বনাথ থানাধীন অলংকারী গ্রামে এলাকার গন্যমান্য, সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের সমন্বয়ে এক সাধারণ সভা আহবন করেন । উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মোঃ হারিছ মিয়া সাহেব। সভায় নিম্নলিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সাধারণ কমিটি গঠন করা হয় । (১) জনাব আব্দুল খালিক চৌধুরী, টেংরা (২) এ,টি,ও জনাব আব্দুল জব্বার, অলংকারী (৩) জনাব কাঁচা মিয়া চৌধুরী, টেংরা (৪) মরহুম আব্দুল ওয়াহাব(সাবেক চেয়ারম্যান), টেংরা (৫) জনাব গোলাম মঈন (সাবেক মেম্বার), টেংরা (৬) জনাব তফজ্জুল আলী, টেংরা (৭) মরহুম ছৈয়দ মিয়া, অলংকারী বড় বাড়ি (৮) জনাব হরিছ মিয়া, অলংকারী বড় বাড়ি (৯) জনাব ময়না মিয়া, অলংকারী বড় বাড়ি, (১০) জনাব গনি মিয়া মাষ্টার, অলংকারী বড় বাড়ি (১১) জনাব ভুলাই খান, খুরমা (১২) জনাব মোঃ এখলাছ মিয়া, অলংকারী বড় বাড়ি (১৩) জনাব মোঃ তেরা মিয়া, অলংকারী বড় বাড়ি (১৪) মরহুম আব্দুল লতিফ, পশ্চিম অলংকারী (১৫) জনাব মোস্তফা মিয়া, টুকের কান্দি (১৬) মরহুম নূর আহম্মদ, পশ্চিম অলংকারী (১৭) জনাব মর্তুজ আলী, পশ্চিম অলংকারী (১৮) জনাব মাওঃ হাবীবুর রহমান, কানাইঘাট (১৯) জনাব আয়না মিয়া, অলংকারী (২০) মরহুম সোনাহর আলী, অলংকারী (২১) জনাব লিলু মিয়া (বর্তমান চেয়ারম্যান), অলংকারী বড় বাড়ি(২২) জনাব মোঃ আপ্তাব আলী (প্রঃ শিঃ, অলংকারী পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়) (২৩) হাজী আতাউর রহমান, অলংকারী (২৪) জনাব নূর মিয়া, অলংকারী (২৫) জনাব চেরাগ আলী মেম্বার, বড় খুরমা (২৬) জনাব আজম আলী, টেংরা (২৭) জনাব এখলাছুল হক (কালাই মেম্বার) টেংরা (২৮) জনাব গিয়াস উদ্দিন, অলংকারী পীরবাড়ি (২৯) জনাব শফিক উদ্দিন (প্রঃ শিঃ) কামালপুর (৩০) জনাব ডাঃ শামছুল ইসলাম, অলংকারী (৩১) জনাব আব্দুর রহিম, ঠিকাদার, অলংকারী (৩২) জনাব আলফু মিয়া, রামধানা (৩৩) জনাব আব্দুল মতিন, রামধানা (৩৪) জনাব আপ্তাব আলী, রামধানা (৩৫) হাজী আব্দুল মন্নান (সাবেক মেম্বার), শিমুল তলা (৩৬) জনাব আব্বাছ খান, শিমুল তলা (৩৭) জনাব আব্দুল খালিক (ষ্ট্যাম্প ভান্ডার), টুকের কান্দি
(৩৮) জনাব নানু মিয়া, শিমুল তলা (৩৯) জনাব রইছ আলী, শিমুল তলা (৪০) জনাব তোরাব আলী, কামালপুর (৪১) জনাব আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার, কামালপুর (৪২) ডাঃ সানুর আলী মামুন, কামালপুর (৪৩) জনাব লিলু মিয়া, শিমুল তলা (৪৪) জনাব মাহবুব আলম, শিমুল তলা (৪৫) জনাব আওলাদ আলী, শেখের গাঁও (৪৬) জনাব হাফেজ আব্দুছ ছালাম, শেখের গাঁও (৪৭) জনাব জুনাব আলী (সাবেক মেম্বার), রামধানা (৪৮) হাজী কাপ্তান মিয়া, কামালপুর (৪৯) জনাব তৈয়ব আলী মেম্বার, শিমুলতলা (৫০) জনাব সুলেমান খান (সাবেক মেম্বার), খুরমা (৫১) জনাব ভুলাই মাষ্টার, ছোট খুরমা (৫২) জনাব নানু মিয়া, খুরমা (৫৩) জনাব জিলু মিয়া (সাবেক মেম্বার), বটতলা (৫৪) হাফিজ আব্দুছ ছত্তার, বটতলা (৫৫) জনাব চেরাগ আলী মাষ্টার, লালটেক (৫৬) জনাব ফয়েজ আলী মেম্বার, লালটেক (৫৭) জনাব জমির আলী (সাবেক মেম্বার), পৌদনাপুর (৫৮) জনাব আব্দুর রব (সাবেক মেম্বার), রামপুর (৫৯) জনাব আব্দুছ ছালাম, অলংকারী (৬০) জনাব রশীদ আলী, এডভোকেট, অলংকারী (৬১) জনাব শাহ আলম, পৌদনাপুর (৬২) হাজী তছলন আলী, অলংকারী (৬৩) জনাব আব্দুল করিম, খুরমা উত্তর (৬৪) জনাব ছাদ উল্লাহ মাষ্টার, খুরমা উত্তর (৬৫) মাষ্টার মাওঃ ওয়াহিদ আলী, ছনকারী গাঁও (৬৬) জনাব আছদ্দর আলী মেম্বার, পিঠাকরা (৬৭) জনাব কঠাই মিয়া, পিঠাকরা (৬৮) জনাব তেরা মিয়া মেম্বার, পেশকার গাঁও (৬৯) জনাব আব্দুছ ছত্তার মনির, অলংকারী (৭০) জনাব তেরা মিয়া মেম্বার, অলংকারী (৭১) হাজী আব্দুল কাইয়ুম, শেখের গাঁও (৭২) জনাব সোনা মিয়া, ফরহাদপুর (৭৩) জনাব তৈয়ব আলী, আলম নগর (৭৪) জনাব আব্দুল ওদুদ, বি, এস, সি, রামধানা (৭৫) জনাব রইছ আলী, রামধানা (৭৬) হাজী আসরব আলী, টেককামালপুর (৭৭) জনাব আব্দুল বারী চৌঃ (সাবেক চেয়ারম্যান), মুন্সির গাঁও (৭৮) জনাব আব্দুল বারী দলা মিয়া, মুন্সির গাঁও (৭৯) জনাব আলাউদ্দিন মেম্বার, টেংরা আলীপাড়া (৮০) জনাব মৃত মোঃ ইউনুছ মিয়া, (সাবেক ভাইস চেয়ারম্যান), অলংকারী বড় বাড়ি (৮১) জনাব সুলেমান মিয়া, অলংকারী বড় বাড়ি । সভার আলোচ্য বিষয় ছিল অত্র এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা যাতে এলাকার ছেলে/ মেয়েরা আধুনিক শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবায় আত্ম নিয়োগ করতে পারে । এরই ধারাবাহিকতায় ০৪/১২/১৯৮৯ খ্রীঃ তারিখে তৎকালীন উপজেলা চেয়ারম্যান জনাব মুহিবুর রহমান, “মরহুম সফাত উল্লাহ”সাহেবের বংশধরদের ওয়াকফকৃত ১.৫০ একর জমিতে অলংকারী গ্রামে “সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়”নামে এই প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেই থেকে বিদ্যালয়টি সুনামের সাথে অদ্যাবধি চলে আসিতেছে ।
ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ
শ্রেণী
| ছাত্র-ছাত্রীর সংখ্যা
| মোট | মন্তব্য | |
ছাত্র | ছাত্রী | |||
৬ষ্ঠ | ৩১ | ৪৫ | ৭৬ |
|
৭ম | ২৪ | ৪৬ | ৭০ |
|
৮ম | ২৭ | ৫৬ | ৮৩ |
|
৯ম | ২৫ | ৪২ | ৬৭ |
|
১০ম | ২৪ | ২৩ | ৪৭ |
|
মোট | ১৩১ | ২১২ | ৩৪৩ |
|
বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ ম্যানেজিং কমিটি, নিয়মিত, মোট সদস্য- ১২, মহিলা- ০১ ।
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
১ | জনাব মোঃ আব্দুল ওয়াহিদ | সভাপতি |
|
২ | জনাব মোঃ মুজিবুর রহমান খান | সাধারণ শিক্ষক সদস্য |
|
৩ | জনাব মোঃ হাবিবুর রহমান | সাধারণ শিক্ষক সদস্য |
|
৪ | বেগম রুনা লায়লা | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য |
|
৫ | জনাব ভুলাই খান | সাধারণ অভিভাবক সদস্য |
|
৬ | জনাব মোঃ আপ্তাব আলী | সাধারণ অভিভাবক সদস্য |
|
৭ | জনাব গিয়াস উদ্দিন | সাধারণ অভিভাবক সদস্য |
|
৮ | জনাব আছাব আলী | সাধারণ অভিভাবক সদস্য |
|
৯ | জনাব মোঃ লিলু মিয়া | প্রতিষ্ঠাতা সদস্য |
|
১০ | জনাব হাজী মোঃ এখলাছ মিয়া | দাতা সদস্য |
|
১১ | জনাব মোঃ আব্দুল কাইয়ুম | শিক্ষানুরাগী সদস্য |
|
১২ | মোঃ আবু নছর ওয়াহিদ ঘোরী | সদস্য সচিব |
|
বিগত ০৫ বছরের সমাপনি/ পাবলিক পরিক্ষার ফলাফলঃ
পাসের সন | পরীক্ষার্থী সংখ্যা | পাসের সংখ্যা | জিপিএ-৫/গোল্ডন এ প্রাপ্ত সংখ্যা | পাসের হার | ||||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ||
২০০৭ | ১৯ | ০৯ | ২৮ | ৮ | ৬ | ১৪ | - | - | - | ৫০% |
২০০৮ | ১২ | ০৭ | ১৯ | ৫ | ৫ | ১০ | - | - | - | ৫২.৬৩% |
২০০৯ | ১৬ | ২০ | ২৬ | ১১ | ১০ | ২১ | - | - | - | ৮০.৭৭% |
২০১০ | ১১ | ০৮ | ১৯ | ৮ | ৭ | ১৫ | - | - | - | ৭৮.৯৪% |
২০১১ | ১৪ | ২৩ | ৩৭ | ১৩ | ১৮ | ৩১ | ১ | - | ১ | ৮৩.৭৯% |
ভবিষ্যৎ পরিকল্পনাঃ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ।
যোগাযোগঃ সিলেট থেকে কামালবাজার, কামালবাজার থেকে পনাউল্লাহ বাজার থেকে অলংকারী, পাকা রাস্তা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস