মানবিক ও বিজ্ঞান শাখা চালু আছে।
আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়টি ১৯৯২ইং সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্টা লগ্ন থেকে ১৯৯৮ইং সন পর্যন্ত বিদ্যালয়ের কার্যক্রম প্রতিষ্ঠাতা মরহুম এম.এ রহিমের নিজ বাড়ীতে চলতে থাকে। বিগত ১৯৯৮ইং সনে প্রতিষ্ঠার নিজস্ব অনুদানে ও অন্যান্য কয়েকজন দাতাদের আর্থিক সহযোগীতায় (L)এল আকৃতির দ্বিতল ভবনের কাজ সম্পন্ন হয়। ১৯৯৮ ইং সনে বিদ্যালয় কার্যক্রম বর্তমান ভবনে স্থানান্তরিক করা হয়। বিগত ২০০৮ইং সনে শিক্ষা প্রকৌশল কর্তৃক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে এক তলা একটি ভবন নির্মিত হয়। বিদ্যালয়টি ১৯৯৯ইং সনে প্রাথমিক অনুমতি ও ২০০৩ইং সনে অষ্টম শ্রেণী স্বীকৃতি লাভ করে। ২০১০ইং সনে বিদ্যালয়টি এম.পি.ও ভূক্ত হয়। এর পূর্ব পর্যন্ত বিদ্যালয়ের যাবতীয় ব্যয়ভার প্রতিষ্ঠাতা পরিবারের আর্থিক অনুদানে পরিচালিত হয়। মরহুম এম.এ রহিম সহ সকল দাতাদের দীর্ঘায়ু ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ছাত্র ছাত্রীর সংখ্যা ঃ
ক্রমিক নং | শ্রেণী | বিভাগ | মোট | ছাত্র | ছাত্রী |
০১ | ৬ষ্ঠ |
| ১৩১ | ৫০ | ৮১ |
০২ | ৭ম |
| ১০১ | ৩৪ | ৬৭ |
০৩ | ৮ম |
| ৭৮ | ২৭ | ৫১ |
০৪ | ৯ম | মানবিক | ৭২ | ২৫ | ৪৭ |
০৫ | ৯ম | বিজ্ঞান | ০৯ | ০৬ | ০৩ |
০৬ | ১০ম | মানবিক | ৫৫ | ২১ | ৩৪ |
০৭ | ১০ম | বিজ্ঞান | ১৩ | ০৬ | ০৭ |
|
| মোট= | ৪৫৯ | ১৬৯ | ২৯০ |
বিগত ৫ বৎসরের সমাপনী পরীক্ষার ফলাফলঃ
পাসের সন | পরীক্ষার্থী সংখ্যা | পাসের সংখ্যা | জিপিএ-৫/গোল্ডেন প্রাপ্ত সংখ্যা | পাসের হার | ||||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ||
২০১০ | ৩৪ | ৪৬ | ৮০ | ১৪ | ৩০ | ৪৪ | - | - | - | ৫৫% |
২০১১ | ৬২ | ৫৮ | ১২০ | ৩৮ | ৫৫ | ৯৩ | - | - | - | ৭৭.০৫% |
বিগত ০৫ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পাসের সন | পরীক্ষার্থী সংখ্যা | পাসের সংখ্যা | জিপিএ-৫/গোল্ডেন প্রাপ্ত সংখ্যা | পাসের হার | ||||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ||
২০০৭ | ০৫ | ১১ | ১৬ | ০১ | ০৩ | ০৪ | - | - | - | ২৫% |
২০০৮ | ১৮ | ১৫ | ৩৩ | ০৫ | ০৭ | ১২ | - | - | - | ৩৬.৩৬% |
২০০৯ | ১২ | ১৪ | ২৬ | ১১ | ১৩ | ২৪ | - | - | - | ৯২.৩০% |
২০১০ | ১৮ | ১৬ | ৩৪ | ১১ | ১৫ | ২৬ | - | - | - | ৭৬.৪৭% |
২০১১ | ২৫ | ৩৬ | ৬১ | ২৭ | ২০ | ৪৭ | - | - | - | ৭৭.০৪% |
অত্র বিদ্যালয়কে কলেজ এ উন্নীত করা।
যোগাযোগঃ সিলেট শহর থেকে সি.এন.জি দিয়ে সরাসরি আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে পৌছা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস